ভারতে ইলিশ রপ্তানির অনুমতির বিষয়ে যা বললেন উপদেষ্ট

শেয়ার করুন

বিস্তারিতদেখুননিচেরভিডিওলিংকেসুজনহোসেনেরপ্রতিবেদনে

প্রতি বার দুর্গাপূজা উপলেক্ষে ভারতে ইলিশ রপ্তানির হয়ে এলেও এবার প্রতিবেশী দেশটিতে ইলিশ যাবে না বলে সাফ জানিয়েছিল অন্তর্র্বতীকালীন সরকার। তবে শেষ পর্যন্ত তিন হাজার টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দিয়েছে সরকার। তাদের পরস্পরবিরোধী এই অবস্থান নিয়ে ব্যাখ্যা দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এসব কথা বলেন। এই উপদেষ্টা জানিয়েছেন, তিনি ভারতে ইলিশ রপ্তানির পক্ষে ছিলেন না। তবে দেশটির বিশেষ অনুরোধে বাণিজ্য মন্ত্রণালয় শেষ পর্যন্ত ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। এটি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বিষয় নয়। তিনি এখনো দেশের মানুষকে ইলিশ খাওয়ানোর পক্ষে এবং রপ্তানির বিপক্ষে। ফরিদা আখতার বলেন, বাণিজ্য মন্ত্রণালয় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। এটি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বিষয় নয়। আমাদের কমিটমেন্ট আগের মতোই ইলিশ রপ্তানির বিপক্ষে। নানা কারণেই বাণিজ্য মন্ত্রণালয় ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। মৎস্য উপদেষ্টা বলেন, বাণিজ্য মন্ত্রণালয় স্বাধীনভাবে এই রপ্তানির অনুমোদন দিয়েছেন। তারা একটা অনুরোধের পরিপ্রেক্ষিতে এই অনুমোদন দিয়েছেন। দুর্গাপূজা উপলক্ষে ভারতের বিশেষ অনুরোধ ছিল। সে অনুযায়ী তারা করেছেন।