ভারতের ১৪০ কোটি জনতা আর বাংলাদেশের ২০ কোটি জনতা একই সাথে থাকবে… ভারতের মন্ত্রী শ্রী রামপ্রসাদ পাল

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে হাসনাত হাকিমের প্রতিবেদনে

ভারতের ১৪০ কোটি জনতা বাংলাদেশের ২০ কোটি জনতার সাথে থাকবে। যে কোন ধরনের, যে কোন বিষয়ে, যে কোন ধরনের পরিস্থিতি হোক না কেন বাংলাদেশের পাশেই থাকবে বলে জানালেন, ভারতের ত্রিপুরা রাজ্যের মন্ত্রী শ্রী রামপ্রসাদ পাল।
তিনি আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বাংলাদেশ-ভারত মৈত্রীর ৫০ বছর পূর্তিতে রাজশাহী সিটি কর্পোরেশনের পৃষ্ঠপোষকতায় এবং ফ্রেন্ডস অব বাংলাদেশের উদ্যোগে বাংলাদেশ-ভারত ৫ম সাংস্কৃতিক মিলনমেলায় এসব কথা বলেন।

এউপলক্ষে রাজশাহী মহানগরীর সিএন্ডবি মোড়ে ৯টার দিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
আজ শনিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, ভারতের ত্রিপুরা রাজ্য সরকারের মন্ত্রী শ্রী রামপ্রসাদ পাল ও তাঁর সহধর্মিণীসহ ভারতীয় অতিথিরা।

এছাড়াও রাজশাহী মহিলা আসনের সাংসদ এডভোকেট আদিবা আনজুম মিতা, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজি আব্দুল ওয়াদুদ দারাসহ আওয়ামী লীগের স্থানীয় নেতাবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় এক মিনিট নিরবতা পালন করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে সকাল সাড়ে ১১টায় নগরভবন গ্রিন প্লাজায় নাগরিক সংবর্ধনা অনুষ্ঠিত হয়।