রাজশাহী কলেজ শিক্ষাথী নিশাদ হত্যার বিচার দাবিতে মানববন্ধন

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সুজন হোসেনের প্রতিবেদনে

রাজশাহী কলেজের পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নিশাদ আকরামের হত্যাকারীদের সর্বোচ্চ বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে রাজশাহী কলেজের প্রধান ফটকের সামনে রাজশাহী কলেজের শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা এ মানববন্ধনের আয়োজন করে। পরিসংখ্যান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফেরদৌস রহমান জয়ের সভাপত্বিতে বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর অলিউর রহমান, কলেজের শিক্ষক পরিষদের সভাপতি ও সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আল মাহমুদ পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ আব্দুল মজিদ আকন্দসহ সাধারণ শিক্ষাথীবৃন্দ।

উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর ভোরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে অসুস্থ্য বন্ধুকে দেখে মেসে ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়েন নিশাদ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।