রাজশাহী নগরীর হড়গ্রামে রেলক্রসিং এ ফ্লাইওভার নির্মাণ কাজের উদ্বোধন

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় হড়গ্রাম নতুনপাড়া সিটি বাইপাস সড়কের রেল ক্রসিং এ দুই লেন বিশিষ্ট ফ্লাইওভার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ফলক উন্মোচন এবং পাইলিং মেশিনের সুইচ চেপে ফ্লাইওভার নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহী শহরে মধ্য দিয়ে রেল লাইন বয়ে গেছে। শহরের মধ্যে রেলক্রসিং এ মৃত্যুঝুঁকি কমাতে এবং যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে নগরীতে আরো ৫টি ফ্লাইওভার নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরমধ্যে আজকে একটির নির্মাণ কাজের উদ্বোধন করা হলো। এটি নগরীর উন্নয়নের আরেকটি মাইলফলক।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন রাসিকের ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী ও স্বাগত বক্তব্য দেন রাসিকের প্রধান প্রকৌশলী ও সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক নুর ইসলাম তুষার।

অনুষ্ঠানে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, রাসিকের প্যানেলগণ, ঠিকাদারী প্রতিষ্ঠান ডিয়েনকো লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিঃ এস.এম খোরশেদ আলমসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় দুই লেন বিশিষ্ট ফ্লাইওভার নির্মাণে ব্যয় হবে ৭৬ কোটি ২৮ লাখ ৪৮ হাজার টাকা। ফ্লাইওভারের ধরণ বক্স গার্ডার, আরসিসি (কাষ্ট ইন সিটু)। ফ্লাইওভারটির মোট দৈর্ঘ্য হবে ৭৭৫ মিটার। ফ্লাইওভারে ৩০ মিটার ও ২৫ মিটারের ১৮টি স্প্যান থাকবে, পিলার থাকবে ১৭টি, এ্যাবার্টমেন্ট ২টি, মোট পাইলের সংখ্যা ৯৭টি। ফ্লাইওভার নির্মাণ কাজ বাস্তবায়নের মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত।