রাজশাহী বোর্ড পাশের হার ৮৭ দশমিক ৮৯ শতাংশ ॥ কমেছে জিপিএ-৫

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহী শিক্ষা বোর্ডে বেড়েছে পাসের হার এবং কমেছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা। এবার রাজশাহী বোর্ডে এসএসসি পরীক্ষায় পাসের হার ৮৭ দশমিক ৮৯ শতাংশ।

ছাত্রী পাশের হার ৯০.০৮ এবং ছাত্রের পাস করেছে ৮৫.৮৫ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ২৬ হাজার ৮৭৭ জন। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছাত্রী ১৪ হাজার ৭১৩ জন এবং ছাত্র ১২ হাজার ১৬৪ জন। এবারো পাস ও জিপিএ-৫ প্রাপ্তের দিক থেকে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা।

গতবার এ বোর্ডে পাসের হার ছিল ৮৫ দশমিক ৮৮ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছিল ৪২ হাজার ৫১৭ জন পরীক্ষার্থী। এ বছর রাজশাহী বোর্ডে পরীক্ষায় অংশ নেয় ২ লাখ ৩ হাজার ৬২৫ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ১ লাখ ৭৮ হাজার ৯৫৮ জন। ২ হাজার ৬৮১টি স্কুলের মধ্যে শতভাগ পাস করেছে ১৭৮টি স্কুলের শিক্ষার্থীরা।