রাজশাহীতে অবৈধ ক্লিনিক-হাসপাতালে অভিযান

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহী মহানগরীতে অবৈধ ক্লিনিক ও হাসপাতাল অভিযান চালিয়েছে সিভিল সার্জন অধিদপ্তর। এ অভিযানের খবর পেয়ে ৫টি ক্লিনিক ও হাসপাতালের মালিক পক্ষের লোকজন পালিয়ে যায়।

আজ মঙ্গলবার বেলা ১১টার পর থেকে মহানগরীতে এ অভিযান চালানো হয়। রাজশাহী সিভিল সার্জন ডা: আবু সাইদ মো: ফারুকের নেতৃত্বে মহানগরীর লক্ষ্মীপুর এলাকার অবৈধ লাইসেন্স বিহীন ক্লিনিগুলোতে। এ সময় কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। বিকেলে সেগুলোর বিষয়ে আদেশ দেয়া হবে বলে জানান সিভিল সার্জন। খবর পেয়ে অন্যান্য অবৈধ ক্লিনিক ও হাসপাতাল মালিক তাদের প্রতিষ্ঠান বন্ধ করে পালিয়ে যায়। পালিয়ে যান ওইসব ক্লিনিকের কর্মচারী ও নার্সরা।

এসময় রাজশাহী সিভিল সার্জন আবু সাইদ মো: ফারুক জানান, রাজশাহীতে এই অভিযান অব্যাহত থাকবে। মহানগরীতে তিনটি এবং নয় উপজেলায় নয়টি টিম অভিযান শুরু করেছে। নিবন্ধন ছাড়া কাউকে প্রতিষ্ঠান পরিচালনা করতে দেয়া বা চিকিৎসার নামে কাউকে বাণিজ্য করতে দেয়া হবে না।