রাজশাহীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২১ পালিত

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…

রাজশাহী মহানগরীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২১ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক আব্দুল জলিল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মোঃ হুমায়ুন কবীর। এ সময় পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, অতিরিক্ত ডিআইজি মুজাহিদুল ইসলাম, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চল-এর উপ-পরিচালক ড. সারমীন ফেরদৌস চৌধুরী, সোনার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হাছান মিল্লাত ও অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি)’র পরিচালক সাবরীন সুবর্ণা উপস্থিত ছিলেন ।

আলোচনা সভায় রাজশাহী বিশ^বিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাকিতা বিভাগের প্রফেসর প্রদীপ কুমার পান্ডে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

বক্তাগণ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথ্য অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটিয়েছেন । তথ্য যেখানে নেই সেখানেই দুর্নীতি আছে। তথ্য অধিকার ব্যাপক আকারে প্রতিষ্ঠিত হলে দুর্নীতি কমবে, একইসাথে টেকসই উন্নয়ন বাস্তবায়ন হবে। সকলের মধ্যে অবাধ তথ্য সরবরাহ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।