রাজশাহীতে কমিউনিটি পুলিশিং ফোরাম কনফারেন্স ২০২২ অনুষ্ঠিত

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহী মহানগরীতে কমিউনিটি পুলিশিং ফোরাম কনফারেন্স ২০২২ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে দাতা সংস্থা দি ‘এশিয়া ফাউন্ডেশন’ এর অর্থায়নে ও বাস্তবায়নকারী সংস্থা মানবকল্যাণ পরিষদ এমকেপির সহযোগিতায় “পুলিশ এনগেজমেন্ট অ্যাপরোচ ফর কাউন্টারিং এক্সট্রিমিজম (পিস)” প্রকল্পের আওতায় এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।

সম্মেলনের সভাপতি এবং দি এশিয়া ফাউন্ডেশনের চীপ অফ পার্টি মোঃ সাদাত সদরুদ্দীন শিবলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, রাজশাহী মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মোঃ ফারুক হোসেন ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) বিজয় বসাকসহ রাজশাহী জেলা ও মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত।

উল্লেখ্য, পিস প্রকল্পটি রাজশাহী সিটি কর্পোরেশনসহ রাজশাহী মেট্রোপলিটন থানা এবং চারঘাট বাঘা পুটিয়া দুর্গাপুর মোহনপুর তানোর এবং গোদাগাড়ী উপজেলার সাতটি থানার মোট ১০০ ওয়ার্ড ভিত্তিক কমিউনিটি পুলিশিং ফোরামের মাধ্যমে ২০২০ সাল থেকে বাস্তবায়িত হচ্ছে। পিস প্রকল্পের মূল লক্ষ্য হলো কার্যকর ভাবে নাগরিকদের সচেতনতা বৃদ্ধি করা, পুলিশ ও কমিউনিটির মধ্যে তথ্য বিনিময় এবং নানাবিধ প্রতিরোধমূলক কার্যক্রমের মাধ্যমে উগ্রবাদ বিরোধী প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্য আইন প্রক্রিয়া সংস্থাকে শক্তিশালী করা।