রাজশাহীতে ক্রিকেট সংগঠকদের মানববন্ধন অনুষ্ঠিত

শেয়ার করুন

বিস্তারিতদেখুননিচেরভিডিওলিংকেসেলিমউদ্দীনেরপ্রতিবেদনে…

‘বিগত কোরাম হটাও, রাজশাহী ক্রিকেট বাঁচাও-এই স্লোগানে রাহশাহীতে ক্রিকেট সংগঠকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামের সামনে বিসিবির সাবেক পরিচালক খালেদ মাহমুদ সুজনের বাংলা ট্রাক ক্রিকেট একাডেমির অনিয়মের কোরাম ভেঙে ফেলার দাবি জানিয়ে রাজশাহীর ক্রিকেটার, কোচ, সংগঠক ও বিভিন্ন ক্লাবের পরিচালকদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, সুজন একইসাথে বাংলাট্র্যাকের প্রধান কোচ এবং বিসিবির পরিচালক থাকায় জাতীয় দলে কারা খেলার সুযোগ পাবেন তা নিয়ন্ত্রণ করতেন। ভালো পারফরর্মেন্স করলেও স্বজনপ্রীতি, রাজনৈতিক পরিচয় আর কোচের সাথে সু-সম্পর্কের ভিত্তিই হয়ে ওঠেছিল খেলোয়াড়দের যোগ্যতার মাপকাঠি। যে কারণে জাতীয় দলে খেলা রাজশাহীর অনেক ক্রিকেটার পরে আর দলে নিয়মিত হতে পারেননি।

তারা বলেন, ২০১০ সাল পর্যন্ত রাজশাহী বিভাগ পাঁচবার জাতীয় লীগে চ্যাম্পিয়ন হয়েছে। আর বর্তমানে রাজশাহী লেভেল-টুতে খেলছে। এছাড়া বক্তরা, রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামের পাশে বিদেশী খেলোয়াড়দের আবাসনে উন্নতমানের হোটেল নির্মানেরও দাবি জানান। অনিয়মের প্রতিবাদে তারা আগামীকাল রোববার জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদানের সিদ্ধান্তের কথাও জানান।

মানববন্ধনে ক্রিড়া সংগঠক রইস উদ্দিন বাবু, ইসতিয়াক আহামেদ কিশলু, মুনসুর রহমান ও জামিলুর রহমানসহ ক্রিকেটারবৃন্দ বক্তব্য প্রদান করেন।