রাজশাহীতে জাতীয় মৎস সপ্তাহ-২০২১ এর শুভ উদ্বোধন

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

 

“বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দুর করি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রাজশাহীতে সপ্তাহব্যাপী জাতীয় মৎস সপ্তাহ-২০২১ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ রবিবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তর রাজশাহীর আয়োজনে জাতীয় মৎস সপ্তাহ-২০২১ এর শুভ উদ্বোধন করা হয়।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও রাজশাহী স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শাহানা আক্তার জাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় মৎস সপ্তাহ-২০২১ এর শুভ উদ্বোধন ঘোষনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা মৎস্য কর্মকর্তা অলক কুমার সাহা এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরিফুল হক, পবা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক, মৎস্য চাষী বশিরুদ্দীন ও মৎস্য চাষী আব্দুর রাজ্জাকসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

এসময় বক্তারা বলেন, রাজশাহী জেলা বিগত কয়েক বছর থেকেই মাছ চাষে এগিয়ে যাচ্ছে। এখন এই জেলা থেকে প্রতিদিন ১৪০ থেকে ১৫০ টি ট্রাকে করে প্রায় দুই কোটি টাকার তাজা মাছ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হচ্ছে। এর ফলে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ ফরমালিন মুক্ত মাছ খেতে পারছেন। এছাড়া মাছ চাষ করে রাজশাহীতে বেকারদের নতুন নতুন কর্মস্থান তৈরি হচ্ছে। বক্তরা আরও বলেন, ফরমালিনমুক্ত উন্নতমানের মাছ উৎপাদনে জেলা মৎস্য দপ্তর সবসময় মৎস্য চাষীদের পাশে থাকবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলার তিনজন সেরা মৎস্য চাষীকে প্রধান অতিথি পুরুষ্কার হিসেবে স্মারক ক্রেষ্ট তুলে দেন। ক্রেষ্ট প্রাপ্তরা হলেন, পবা উপজেলার মৎস্য চাষী আলহাজ্জ বশিরুদ্দীন, পুঠিয়া উপজেলার ইসমাইল হোসেন ও দূর্গাপুর উপজেলার আয়নাল হক।