রাজশাহীতে জেল হত্যা দিবস বিনম্র শ্রদ্ধা আর ভালবাসার মধ্যদিয়ে পালিত

শেয়ার করুন

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ

জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের স্মৃতি বিজড়িত আবাসভূমি বিভাগীয় মহানগরীর রাজশাহীতে আজ বিনম্র শ্রদ্ধা আর ভালবাসার মধ্যদিয়ে জেল হত্যা দিবস পালিত হয়েছে।

সকালে মহানগরীর কাদিরগঞ্জস্থ পারিবারিক কবরস্থানে জাতীয় শহীদ চারনেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের কবরে শ্রদ্ধাঞ্জলী নিবেদন ও কবর জিয়ারত করা হয়।

এসময় শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন, শহীদ কামারুজামানের ছেলে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খাইরুজ্জামান লিটন, সংসদ সদস্য আয়েন উদ্দিন, রাজশাহী বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির খন্দকার, রাজশাহী রেঞ্জ পুলিশের ডিআইজি আব্দুল বাতেন , রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, জেলা প্রশাসক আব্দুল জলিল, পুলিশ সুপার এ বি এম মাসুদ, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক আসাদুজ্জামান আসাদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

শ্রদ্ধা নিবেদন শেষে জেল হত্যা একটি জাতীর কলঙ্কময় দিন হিসেবে জানান, মহানগর আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহিনা আক্তার রেনী।

এছাড়া ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক আসাদুজ্জামান আসাদ জাতীর কলঙ্কময় দিনের কথা উল্লেখ করেন।

এসময় শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানসহ জাতীয় চার নেতার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।