রাজশাহীতে দুই আদিবাসী কৃষকের আত্মহত্যায় উচ্চতর তদন্ত কমিটি গঠন : ২টি আত্মহত্যার প্ররোচনায় মামলা

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে হাসনাত হাকিমের প্রতিবেদনে

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ধানের জমিতে পানি না পেয়ে রাগ-ক্ষোভ আর অভিমানে দুই আদিবাসী কৃষক বিষপানে আত্নহত্যার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কৃষি মন্ত্রণালয় উপকরণ-১ অধিশাখা হতে গত ২৭ মার্চ সিনিয়র সহকারী সচিব তাসনিম জেবিন বিনতে শেখ স্বাক্ষরিত এক অফিস আদেশ প্রদান করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, সম্প্রতি অনলাইন ও পত্রিকায় আদিবাসী দুই কৃষক আত্মহত্যার খবর প্রকাশিত হয়। প্রকাশিত খবরে দু’জন কৃষকের মৃত্যুর কারণ এবং সেচের পানি সময় মতো না পাওয়ার কারণ উদঘাটন করে সরেজমিন তদন্ত করে আগামী সাত কর্মদিবসের মধ্যে বিস্তারিত প্রতিবেদন দাখিলের জন্য এ কমিটি গঠন করা হলো। এ কমিটির আহ্বায়ক করা হয়েছে কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবু জুবাইর হোসেন বাবুলকে। অন্য তিন সদস্য হলেন রাজশাহী জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শরিফুল হক, বিএডিসি’র নাটোর জেলার নির্বাহী প্রকৌশলী (ক্ষুদ্র সেচ) সাজ্জাদ হোসেন ও বিএমডিএ’র নওগাঁ জেলার নির্বাহী প্রকৌশলী সমশের আলী। তদন্ত কমিটিকে ঘটনাস্থল সরেজমিন তদন্ত করে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়।
এদিকে, রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম জানান, এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে দুইটি মামলা হয়েছে। একটি মামলা অভিনাথের স্ত্রী রোজিনা হেমব্রম। তিনি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গভীর নলকূপের অপারেটর সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে গত ২৫ মার্চ আত্মহত্যার প্ররোচনার মামলা করেন। আর গত ২৭ মার্চ একই অভিযোগ নিয়ে রবি মারান্ডির ভাই সুশীল মারান্ডি। তিনিও একই ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন। এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ তবে জড়িতদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে জানান ঐ কর্মকর্তা।