রাজশাহীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজশাহী বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেয়ার করুন

বিস্তারিতদেখুননিচেরভিডিওলিংকেসেলিমউদ্দীনেরপ্রতিবেদনে…

রাজশাহী মহানগরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজশাহী বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১২টায় মহানগরীর সাহেববাজারস্থ একটি কনভেনশন সেন্টারে জাতীয়তাবাদী যুবদল রাজশাহী বিভাগ এর উদ্যোগে বৈষম্যহীন, নিরাপত্তা এবং মানবিক বাংলাদেশ গড়ায় প্রত্যয়ে যুবদলের ভূমিকা শির্ষক এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় রাজশাহী মহানগর যুবদলের আহবায়ক মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।

এসময় প্রধান অতিথি নয়ন বলেন, গত ১৮ বছরে বিএনপি সংগ্রামের মধ্য দিয়ে অনেক প্রাণের বিনিময়ে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে জনগণের তীব্র ক্ষোভের প্রতিফলন ঘটেছে গণবিপ্লবের মাধ্যমে। স্বৈরাচার হাসিনার পতনে জনগণের প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে কিন্তু পরিপূর্ণ বিজয় অর্জিত হতে আরও পথ পাড়ি দিতে হবে। স্বৈরাচারী ফ্যাসিস্ট কর্তিত্ববাদী হাসিনা সরকার পতনের পর বিএনপি দলের অনেকে মনে করছে ক্ষমতায় চলে এসেছি। তিনি বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী দল, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়। কিন্তু এখনো আসল বিজয় হতে পারিনি, পরিপূর্ণ বিজয় অর্জিত হতে আরও পথ পাড়ি দিতে হবে।

মতবিনিময় সভায় অন্যানদের মধ্যে রাজশাহী মহানগর বিএনপি’র সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, রাজশাহী জেলা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান সজন, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফয়সাল সরকার ডিকোসহ চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, নাটোর ও জয়পুরহাট জেলা যুবদলের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।