রাজশাহীতে বিএনপি’র সমাবেশে সাংবাদিকদের ওপর হামলা-লাঞ্চিত

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে হাসনাত হাকিমের  প্রতিবেদনে

সারাদেশের কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে খালেদা জিয়াকে হত্যার হুমকির প্রতিবাদ সভায় সাংবাদিকদের ওপর হামলা ও লাঞ্চিত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৬ জন সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটে।
সংবাদ সংগ্রহ করতে গিয়ে আহত হন, দীপ্ত টিভির ক্যামেরা পারসন রফিকুল ইসলাম, গাজী টিভির ক্যামেরা পারসন রবিউল ইসলাম খোকন, সময় টিভির ক্যামেরা পারসন আব্দুস সালাম, চ্যানেল২৪ এর ক্যামেরা পারসন শরিফজ্জামান লেলিন, নিউজ ২৪ এর ক্যামেরা পারসন রায়হান বাপ্পী ও এসএ টিভির ক্যামেরা পারসন আবু সাঈদ।
তারা জানান, বিএনপি দলীয় নেতা-কর্মীদের মাঝে একাধিকবার উত্তেজনা শুরু হয়। সেই ফুটেজ তুলে ধরতে গিয়ে সাংবাদিকদের ওপর চড়াও হয়ে ক্যামেরা কেড়ে নেয়ার হুমকি ও গায়ে হাত তোলেন। এতে সাংবাদিকরা প্রতিবাদ স্বরূপ বিক্ষোভ সমাবেশ থেকে বের হয়ে আসেন।
এর আগে, আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটার দিকে নগরীর ভুবনমোহন পার্কে খালেদা জিয়াকে হত্যার হুমকির প্রতিবাদে তারা কর্মসূচি পালন করে।
এতে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা।
এছাড়া রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব শ্রী বিশ্বনাথ সরকার ও মহানগর বিএনপির সদস্য সচিব মামুন অর রশিদের যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।