রাজশাহীতে সীমিত পরিসরে আনন্দঘণ পরিবেশে বাংলা বর্ষবরণ-১৪২৯ পালিত

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

বিভাগীয় মহানগরী রাজশাহীতে রমজানের কারনে সীমিত পরিসরে ও আনন্দঘণ পরিবেশের মধ্যে দিয়ে আজ বাংলা বর্ষবরণ-১৪২৯ পালিত হয়েছে।

সকালে বর্ষবরণ উপলক্ষে রাজশাহীর সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুক্তিযুদ্ধ পাঠাগার, রাজশাহী থিয়েটার, জয় বাংলা সাংস্কৃতিক জোট, রাজশাহী আবৃত্তি চর্চা কেন্দ্রসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ঘোষপাড়া পদ্মা মন্দিরের পাশে বটতলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পরে মহানগরীর আলুপট্টি মোড় থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আলুপট্টি মোড়ে এসে শেষ হয়। তবে এবার রমজানের কারনে রাজশাহী বিশ্ববিদ্যালয় বা রাজশাহী কলেজ থেকে মঙ্গল শোভাযাত্রা বের হচ্ছে না। তবে বৈশাখ মাসের শেষ তারিখে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বাংলা নববর্ষ পালন করবে রাজশাহী বিশ্ববিদ্যালয়।