রাজশাহীতে ২ শিশুকে অপহরণ করে মুক্তিপণ দাবি ॥ আটক ৪

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহীতে ২ শিশুকে অপহরণ করে মুক্তিপণ দাবির ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার ভোররাত পর্যন্ত অভিযান চালিয়ে এই চারজনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন- রাজশাহী নগরীর খিরশিন টিকর এলাকার মো. রাজু ইসলাম (২৬), একই এলাকার মো. সজিবুল ইসলাম (২৬), মো. মোখলেসুর রহমান (২৬) ও মো. শাকিল (২৩)।

পুলিশ জানায়, খেলনা বিক্রি শেষে বাড়ি ফিরছিল মো. জসিম আলী (১৩) ও মারুফ হোসেন (১২)। রাজশাহী নগরীর সিটিহাট এলাকায় তাদের পথ রোধ করে চার মোটরসাইকেলে থাকা আট তরুণ। কৌশলে দুই শিশুকে মোটরসাইকেলে তুলে নিয়ে অপহরণ করে ওই তরুণেরা। পরে জসিমের মহাজন মনিরুল ইসলামকে (৪০) ফোন দিয়ে অপহরণকারী ব্যক্তিরা মুক্তিপণ দাবি করেন।

মনিরুল এ বিষয়ে থানায় অভিযোগ জানালে তথ্যপ্রযুক্তির সহায়তায় পবা উপজেলার পারিলা ইউনিয়নের বালাম এলাকা থেকে ওই চক্রের চারজনকে আটক করে পুলিশ। এ ঘটনায় নগরের শাহ মখদুম মডেল থানায় মামলা করেন চাঁপাইনবাগঞ্জের নাচোলের বাসিন্দা ও ব্যবসায়ী মনিরুল ইসলাম (৪০)। বৃহস্পতিবার রাতে মনিরুল এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেন এবং শুক্রবার সকালে অভিযোগটি অপহরণ মামলা হিসেবে রেকর্ড করা হয়।

অপহরণের শিকার দুই শিশু হলো চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ এলাকার হাবিবুর রহমানের ছেলে জসিম আলী ও রাজশাহীর তানোরের মাসুদ রানার ছেলে মারুফ হোসেন। উল্লেখ্য, মনিরুলের কাছ থেকে খেলনা কিনে জসিম রাজশাহী নগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করত।