রাজশাহীতে ৩৯ তম স্বৈরাচার প্রতিরোধ দিবস পালিত

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে হাসনাত হাকিমের প্রতিবেদনে

শহীদ জাফর, জয়নাল, আইয়ুব, কাঞ্চন দিপালীসহ সকল শহীদের প্রতি বিন¤্র শ্রদ্ধা জানিয়ে রাজশাহীতে ৩৯ তম স্বৈরাচার প্রতিরোধ দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে বেলা ১১টার দিকে রাজশাহী কলেজ শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ, আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। এরপর তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে নিরবতা পালন করা হয়।

আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করেন শহীদ জয়নাল এর অনুজ মোহাম্মদ শামসুদ্দিন, শহীদ পরিবারের সদস্য ও সাবেক ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ।

রাকসুর সাবেক ভিপি রাগিব আহসান মুন্নার সভাপতিত্বে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, শহীদ জয়নালের অনুজ মোহাম্মদ শামসুদ্দিন, রাজশাহী কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, রাজশাহী কলেজ ছাত্র সংসদের সাবেক প্রো ভিপি হাবিবুর রহমান বাবু, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক, সাবেক ছাত্রসংগ্রাম পরিষদ নেতা কামরান হাফিজ, পলিটেকনিক ছাত্র সংসদের সাবেক জিএস মেরাজুল আলম, সাবেক ছাত্রনেতা জোবায়ের হাসান রুবন ও বাংলাদেশ ছাত্রমৈত্রীর রাজশাহী মহানগরের সাবেক সাধারণ সম্পাদক তামিম শিরাজী।

উল্লেখ্য, ১৯৮৩ সালের ১৪ ফেব্রুয়ারি তৎকালীন স্বৈরশাসক এরশাদ সরকারের শিক্ষামন্ত্রী ‘মজিদ খানের শিক্ষানীতি প্রত্যাহার, বন্দি মুক্তি ও জনগণের মৌলিক গণতান্ত্রিক অধিকারের’ দাবিতে সারাদেশে ‘ছাত্র সংগ্রাম পরিষদ’র ব্যানারে তৎকালীন সামরিক স্বৈরশাসক এরশাদবিরোধী বিক্ষোভ শুরু হয়।

ওই দিন পুলিশের গুলিতে জাফর, জয়নাল, কাঞ্চন, দিপালীসহ সারাদেশে ১১ জন ছাত্র প্রাণ হারায়।