রাজশাহীতে ৪র্থ জাতীয় ভোটার দিবস পালিত

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে হাসনাত হাকিমের প্রতিবেদনে

“মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বিভাগীয় নগরী রাজশাহীতে ৪র্থ জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে সকালে রাজশাহীর আঞ্চলিক নির্বাচন অফিসের আয়োজনে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফর উল্লাহ।

পরে দিবসটির গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, জেলা প্রশাসক আব্দুল জলিল, পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে ছিলেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকতা সাইফুল ইসলাম।

বক্তাগণ বলেন, গণতন্ত্র, নির্বাচন, ভোটাধিকার বিষয়ে জনসাধারণ ও তরুনদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২০১৯ সাল থেকে জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়ে আসছে।

দিবসটি মূলত গণসচেতনতা ও প্রচারণামূলক হওয়ায় সাধারণ জনগণসহ তরুণ ভোটারদের মধ্যে আগ্রহ, উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টির লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ দিবস।