রাজশাহীতে ৮টি ইউনিটের দেড় ঘন্টার চেষ্টায় গুদামের আগুন নিয়ন্ত্রণে

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে হাসনাত হাকিমের প্রতিবেদনে

রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জ এলাকার একটি পারটেক্স ও ফোমের গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনেন ফায়ার সার্ভিস। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
আজ মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে আগুন লাগে। খবর পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তর থেকে ৮টি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে ফায়ার সার্ভিস কর্মীদের দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও সেই গুদামের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
এ বিষয়ে রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত উপ-পরিচারক দিদারুল আলম বলেন, আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত ঘটনাস্থলে এসে নেভানোর কাজ শুরু করে।
পরে আগুনের তীব্রতা বাড়লে আটটি ইউনিট একযোগে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা প্রাথমিকভাভে জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্নয় করতে কিছুটা সময় লাগবে।