রাজশাহীর কাঁটাখালী পৌরসভার ১৬ কোটি টাকার উন্নয়ন কাজের শুভ উদ্বোধন

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহীর কাঁটাখালি পৌরসভা এলাকায় ১৬ কোটি টাকার উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১১ টার দিকে পৌরসভার শ্যামপুরে এ উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করেন কাঁটাখালি পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আনোয়ার সাদাত নান্নু।

এসময় মেয়র প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শ্যামপুর বালুর ঘাট হতে দেওয়ানপাড়া রাজশাহী-নাটোর মহাসড়ক পর্যন্ত রাস্তার পাসে ড্রেন নির্মান কাজের শুভ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে মোনাজাত ও মিষ্টি বিতরণ করা হয়।

এসময় কাঁটাখালি পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র বলেন, এ উন্নয়ন কাজ বাস্তবায়ন করছে ওর্য়াল্ড ব্যাংক পরিচালিত জনস্বাস্থ্য প্রৌকশল অধিদপ্তর। এখানে ব্যয় ধরা হয়েছে ১৬ কোটি টাকা। এছাড়া রাস্তার পাসে ড্রেনেজ ব্যবস্থা খুব জরুরী ছিলো। কাঁটাখালি শ্যামপুর বালু ঘাট থেকে দেওয়ানপাড়া রাস্তাটি জনবহুল একটি রাস্তা। এ রাস্তাটি পৌরসভার রাজস্ব আয়ের একটি বড় অংশ। তিনি আরো বলেন, ড্রেনের কাজ শেষ হলে এ এলাকার পানি নিস্কাশন ব্যবস্থা হবে। এলাকাবাসী জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে এবং ড্রেন নির্মান শেষে রাস্তাটি আরসিসি ঢালাই এর মাধ্যমে নির্মান করা হবে।

এসময় অন্যাান্যদের মধ্যে কাঁটাখালি পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুল ইসলাম মনির মাস্টার, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মজিদ, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মো এনামুল হক এবং ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা সংরক্ষিত আসনের কাউন্সিলর আয়েশা আক্তারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।