রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার উপ-নির্বাচনে সুষ্ঠ পরিবেশ সৃষ্টির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে তানজিলা আক্তারের প্রতিবেদনে…

রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে কর্মীদের হয়রানী বন্ধ ও সুষ্ঠ নির্বাচনের পরিবেশ সৃষ্টির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী।
আজ বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে মহানগরী একটি রেঁস্তোরায় সংবাদ সম্মেলনের আয়োজন করেন স্বতন্ত্রী প্রার্থী জান্নাতুল ফেরদাউসের পরিবারের সদস্যরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্বতন্ত্র মেয়র প্রার্থী জান্নাতুল ফেরদাউস।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি প্রশাসনের কোন রকম সাহায্য পাচ্ছি না। গত সপ্তাহে আমার নারিকেল গাছের পোষ্টার ছিড়ে ফেলা হয়েছে ৪ও ৮ নম্বর ওর্য়াডে। ২৮ সেপ্টেম্বর দিবাগত রাতে ১ থেকে ৯ নং ওর্য়াড পর্যন্ত সমস্ত এলাকার ব্যানার, ফেস্টুন, পোস্টার ছিঁড়ে ফেলা হয়। এ বিষয়ে প্রশাসনকে লিখিত অভিযোগ দিয়েছি, আমি ইউএনও এবং উপজেলা নির্বাচন অফিসারকে জানিয়েছি। তারা এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেননি। উল্টো নৌকার প্রার্থী আমার সমর্থকদের নামে মিথ্যা মামালা দিয়ে, আমার কর্মীদের উপর হয়রানি ও গ্রেফতার করাচ্ছেন। এটি আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বর্তমানে গ্রেফতারের আতংকে আমার কর্মীরা এলাকা ছাড়া হয়েছেন। আমি এই নির্বাচন পরিবেশ নিয়ে সংশয়ে রয়েছি। আমি নির্বাচন কমিশন ও প্রশাসনকে বিনীত অনুরোধ জানাচ্ছি আপনারা সুষ্ঠ নির্বাচনের পরিবেশ করেন। যেন সকল প্রার্থী সমান অধিকার নিশ্চিত হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মেয়র প্রার্থীর ছোট ভাই রায়হান পারভেজ, মেয়ে জেসিকা, দেবর ওয়ালিউল ইসলাম ও রবিউল ইসলাম।