রাজশাহীর চারঘাটে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহীর চারঘাটে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। আজ রোববার চারঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক এ মুজিবনগর দিবস পালিত হয়।

আমাদের চারঘাট প্রতিনিধি নজরুল ইসলাম বাচ্চু জানান, দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় উপজেলা মাধ্যমিক সুপারভাইজার রাহিদুল ইসলামের সঞ্চালনায় এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালি উল্লাহ মোল্লাহ এর সভাপতিত্বে, বক্তব্য রাখেন উপজেলা (ভারপ্রাপ্ত) প্রানী সম্পদ কর্মকর্তা নাজনীন নাহার, উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আব্দুল মানিক, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা জয়নাল আবেদীন ও জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা গোলাম মোস্তফা।

এছাড়া অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সদস্য সাইফুল ইসলাম, জেলার সাবেক প্রচার সম্পাদক ও সরদহ সরকারী মহাবিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক মাজদার রহমান, বিভিন্ন শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালি উল্লাহ মোল্লাহ।