রাজশাহীর চারঘাটে শান্তিপূর্ন ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহন

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহীর চারঘাটে শান্তিপূর্ন ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহন শেষ হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে নির্ধারিত সময় সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত ইভিএমে জেলা পরিষদ নিবার্চন অনুষ্ঠিত হয়।

উপজেলায় নিবার্চন গ্রহনের সাথে জড়িত সকল কর্মকর্তা, আইনশৃংখলা বাহিনীসহ সংশ্লিষ্ঠ্য সকলেই এই ভোট গ্রহনে সুষ্ঠ্যভাবে দায়িত্ব পালন করেন। ভোট কেন্দ্রে নারী-পুরুষ ভোটররা সকালে লাইন দাড়িয়ে ভোট দিতে দেখা গেছে। কেন্দ্রের বাহিরে নিবার্চনের উৎসবমুখর আমেজ লক্ষ্য করা গেছে। তবে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

চারঘাট উপজেলায় ভোটার সংখ্যা ৯৪ জন। তার মধ্যে ৪জন ভোটার বিভিন্ন মামলা কারাগারে রয়েছে বলে নিশ্চিত করেন উপজেলা রিটানিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন । উপজেলা রিটানিং অফিস সূত্রে জানা যায়, বেসরকারীভাবে ফলাফল ঘোষনায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল কাপ পিরিচ প্রতীক মার্কায় ৪৮ ভোট পেয়ে নিবার্চিত হন ও তার প্রতিদ্বন্দী আখতারুজ্জামান মটরসাইকেল প্রতীক পেয়েছেন ৪২ ভোট। নারী সংরক্ষিত সদস্য সাজেদা দোওয়াত কলম প্রতিকে ৫৯ ভোটে নির্বাচিত হন এবং সাধারন সদস্য জনাব আলী তালা প্রতীকে ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এবিষয়ে উপজেলা রিটানিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন জানান, সুষ্ঠুভাবে ভোট গ্রহনের জন্য ভোট কেন্দ্রে সিসিটিভি স্থাপন করা হয়েছে। যেকোন সহিংসতা এড়াতে মাঠে পর্যাপ্ত আইনশৃংখলা বাহিনী রয়েছে। এখানে মনিটরিং করতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ ভ্রাম্যমাণ আদালত মাঠে কাজ করেছে।