রাজশাহীর ২৯টি কেন্দ্রে ৪৪তম বিসিএস এর প্রিলিমিনারি টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

সারাদেশের ন্যায় রাজশাহীতেও ৪৪তম বিসিএস এর প্রিলিমিনারি টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শুুক্রবার সকাল ১০টা থেকে শুরু করে দুপুর ১২টা পর্যন্ত রাজশাহীর ২৯টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

রাজশাহী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়া মারিয়া পেরেরা জানান, ৪৪তম বিসিএস এর প্রিলিমিনারি টেস্ট পরীক্ষা রাজশাহীর ২৯টি কেন্দ্রে এবার ৩২ হাজার ৫৮১ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করবেন। এজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্বক সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

এছাড়া সুষ্ঠ্যভাবে যাতে পরীক্ষা অনুষ্ঠিত হয় সেজন্য পরীক্ষা কেন্দ্রগুলোতে পরীক্ষার্থী প্রবেশের পূর্বে প্রত্যেক পরীক্ষার্থীর প্রবেশপত্র এবং বডি সার্চ করা হয়। সেইসাথে প্রত্যেক পরীক্ষা কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রের চারপাশে ২০০ গজের মধ্যে সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন এবং চারজনের অধিক একসাথে চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।