৭১ টিভি নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে রাজশাহীর মানববন্ধনে যা বললেন এমপি বাদশা

শেয়ার করুন

বিস্তারিত দেখুন ভিডিও লিংকেঃ

একাত্তর টিভি নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকালে মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের আয়োজনে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, রাজশাহীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া ও অনলাইন সাংবাদিক ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।

কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, কবিকুঞ্জের সাধারণ সম্পাদক কবি আরিফুল হক কুমার, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, সাংষ্কৃতিক ব্যক্তিত্ব কামার উল্লাহ সরকার, প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে আজ একটি মৌলবাদী চক্র গণমাধ্যম নিয়ে ষড়যন্ত্র শুরূ করেছে। তারা আজকে একাত্তর টিভির বিরুদ্ধে কথা বলছে কাল আর একটি মিডিয়ার বিরুদ্ধে বলবে, তাই মিডিয়ার কর্মরত সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে। মানববন্ধনে সভাপতিত্ব করেন আরইউজের সভাপতি কাজী শাহেদ ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক তানজিমুল হক।