রাজশাহীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদ্বোধন ও মৎস্যচাষিদের পুরষ্কার বিতরণ

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

“নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বিভাগীয় মহানগরী রাজশাহীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ এর উদ্বোধন ও সফল মৎস্যচাষিদের পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার সকালে রাজশাহী জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ে প্রদক্ষিণ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার এ এন এম মইনুল ইসলাম। এ সময় মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জাহিদুল ইসলাম, রাজশাহী বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুর রউফ, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস ও রাজশাহী অঞ্চল নৌ-পুলিশ ইউনিটের পুলিশ সুপার দীন মোহাম্মদ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় মৎস সপ্তাহের গুরুত্ব তুলে ধরে হয় এবং মৎসচাষিদের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বস্থ করেন জেলা প্রশাসন।