রাজশাহীতে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৩ দোকানে ৭৫ হাজার টাকা জরিমানা

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে হাসনাত হাকিমের  প্রতিবেদনে

রাজশাহী মহানগরীতে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সয়াবিন তেল বিক্রয় এবং অবৈধ মজুত রাখার অভিযোগে তিনটি দোকানে ৭৫ হাজার টাকা টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ মঙ্গলবার দুপুরে মহানগরীর সাহেব বাজার ও বহরমপুর মোড় এলাকার তিনটি দোকানে ৭৫ হাজার টাকা টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকারের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফ।

এসময় সাহেব বাজারের হুমায়ুন স্টোরে ১৩২ লিটার সয়াবিন তেল মজুদ রাখায় দোকানীকে ২০ হাজার টাকা জরিমানা, পাপ্পু এন্ড ব্রাদার্সকে তেলের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম রাখায় ৫ হাজার টাকা জরিমানা এবং বহরমপুর মোড়ের মেসার্স নূরুন নবী ট্রেডার্সকে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সয়াবিন তেল বিক্রয়ের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে জব্দকৃত তেলগুলো সাধারণ মানুষের কাছে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়।