রাজশাহীর চারঘাটে শিক্ষার্থী ও আগুনে ক্ষতিগ্রস্থদের মাঝে ট্যাব ও চেক বিতরণ

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহীর চারঘাটে অসহায় শিক্ষার্থী ও আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ট্যাব ও চেক বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে চারঘাট উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৌরভ হোসেনের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ট্যাব ও চেক বিতরণ করেন।

এসময় পরিসংখ্যান বিভাগের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে ট্যাব, ত্রান ও দূর্যোগ বিভাগের মাধ্যমে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে চেক ও ঢেউটিন, সমাজসেবা বিভাগের মাধ্যমে দূরারোগ্য ব্যাধীতে আক্রান্ত রোগীদের মাঝে চেক এবং “আমার চোঁখে বঙ্গবন্ধু” বিষয়ক এক মিনিট ব্যাপী ভিডিও চিত্র প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন অনুষ্ঠানে আগত অতিথীরা।

উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের চারঘাট পৌর মেয়র একরামুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাজমিরা খাতুন, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সৈয়দ কামাল হায়দার, সমাজসেবা কর্মকর্তা আসাদুজ্জামান, পিআইও শামীম আহাম্মেদ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।