রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক কনফারেন্স

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক কনফারেন্স। রোববার (১৩ নভেম্বর) সকাল ১০ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজ উদ্দিন আহাম্মেদ সিনেট ভবনে এ আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হয়।

এবারের আন্তর্জাতিক কনফারেন্সের বিষয় নির্ধারণ করা হয়েছে issues and discourses around liberal arts and humanities. আনুষ্ঠানে বাংলাদেশ, আমেরিকা, ফ্রান্স, ভারত, ইরান, নেপাল, পাকিস্তান, তুরস্ক ও তাজাকিস্তানের শিক্ষক- গবেষকসহ বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

ড.ফজলুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড গোলাম সাব্বির সাত্তার। বিশেষ অতিথি হিসেবে ভারতের আসাম রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সানঞ্জয় প্রতাব সিং উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য সুলতান-উল-ইসলামসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষক শিক্ষার্থীরা ।

আন্তর্জাতিক কনফারেন্সে বাংলা ইংরেজি সহ পাঁচটি ভাষায় ২২৩টি প্রবন্ধ উপস্থাপনসহ শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদানে স্বীকৃতিস্বরূপ মুক্তিযুদ্ধকালীন এক সংগ্রামী মাসহ কয়েকজনকে সন্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।