ঐশ্বরিয়া রায় ও তার মেয়ে করোনা পজেটিভ
শেয়ার করুন
বচ্চন পরিবারের খুব খারাপ অবস্থা। অমিতাব বচ্চন করোনায় আক্রান্ত হওয়ার পর এবার তার পুত্রবধূ ঐশ্বরিয়া রায় ও নাতনী আরাধ্যা বচ্চন করোনায় আক্রান্ত হলেন। মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপ টুটই করে এ খবর নিশ্চত করেছেন।
রবিবার দুপুরেই হাসপাতাল সূত্রে জানানো হয়েছে এই খবর। এছাড়া, অমিতাব বচ্চনের স্ত্রী জয়া বচ্চন এবং কন্যা শ্বেতা নন্দার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা গিয়েছে। শ্বেতার দুই সন্তান অগস্ত্য এবং নভ্যা নভেলির নেগেটিভ রিপোর্ট এসেছে।
এর আগে, শনিবার রাতে অমিতাব বচ্চন টুইট করলেন, “আমি করোনা আক্রান্ত। হাসপাতালে ভর্তি হলাম।” টুইট করার পর পরই নেটদুনিয়ায় একপ্রকার ঝড় উঠে গেল। ভক্তগণ একসুরে অমিতাভ বচ্চনের আরোগ্য কামনায় ব্যস্ত। কোটি কোটি ভক্তের বার্তা উপচে পড়ছে বিগ বি’র সোশ্যাল ওয়ালে। এর কিছুক্ষণের মধ্যেই ছেলে অভিষেক বচ্চন জানালেন, “বাবা আর আমি দু’জনেই করোনা আক্রান্ত। নানাবতী হাসপাতালে রয়েছি।”
অভিষেক বচ্চন হাসপাতাল থেকে জানান, মুম্বাই প্রশাসনের পক্ষ থেকে ক্রমাগত যোগাযোগ রাখা হচ্ছে বচ্চন পরিবারের সঙ্গে।