গণঅভুত্থান পরবর্তী করণীয় বিষয়ে রাজশাহীর সাংবাদিকদের আলোচনা সভা

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

গণঅভুত্থান পরবর্তী সাংবাদিকতা, সংস্কার ও সম্ভাবনায় করণীয় বিষয়ে রাজশাহী বিভাগীয় শহরের সাংবাদিকবৃন্দের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় মহানগরীর একটি রেস্টুরেন্টে “দৃক” এর উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় দৃক এর সামিয়া রহমান প্রিমার সঞ্চালনায় রাজশাহীর সিনিয়র সাংবাদিক দৈনিক সোনারদেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, দৈনিক কালের কন্ঠের ব্যুরো প্রধান সাদেকুল ইসলাম স্বপন, জিটিভির রাজশাহী প্রতিনিধি রাশেদ রিপন, এনটিভির ব্যুরো প্রধান শ.ম. সাজু ও দৈনিক আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার ময়েন উদ্দীনসহ রাজশাহীর সিনিয়ার সাংবাদকিবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় জ্যেষ্ঠ সাংবাদিকরা বিভিন্ন নামধারী সাংবাদিক সংগঠন ও এদের লেজুড়বৃত্তিক নেতৃত্ব নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন।

আওয়ামী, বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলপন্থী নেতৃত্বের সমালোচনা করে বলেন, এই জুলাই গণঅভ্যুত্থানের পরেও যদি সাংবাদিকরা দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ না হতে পারেন তাহলে সাংবাদিকতার সুস্থ পরিবেশ নিশ্চিত করা যাবে না।