রাজশাহীর গোদাগাড়ীতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…
রাজশাহীর গোদাগাড়ীতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
দুইদিনব্যাপি শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টটি রিশিকুল ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে গোদাগাড়ী উপজেলার রিশিকুল স্কুল মাঠে আয়োজন করা হয়। খেলায় মোট ষোলটি দল অংশগ্রহন করে। এই ১৬ দলের মধ্যে দুটি দল বুলেট একাদশ ও ডাইংপাড়া একতা ক্লাব নকআউট পর্বের খেলায় ফাইনালে উত্তীর্ণ হয়।
আজ কিকেলে তাদের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে নির্ধারিত সময়ে গোলশুন্য ড্র হলে ট্রাইব্রেকারে বুলেট একাদশ, ডাইংপাড়া একতা ক্লাবকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ী ও রানার আপ দলের মধ্যে পুরস্কার হিসেবে দুইটি মোটর সাইকেল প্রদান করা হয়। গোদাগাড়ী উপজেলা বিএনপি’র সদস্য ও আগামীতে বিএনপি থেকে তানোর-গোদাগাড়ী আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী এ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
এসময়ে তিনি বলেন, এই টুর্নামেন্ট নিয়ে বিএনপি নামধারী আরেকটি গ্রুপ অনেক বাধা প্রদান করেছে। এই টুর্নামেন্ট বানচাল করতে আইন শৃংখলা বাহিনীসহ অন্যান্যদের দিয়ে হুমকী প্রদান করেছে। কোন ষড়যন্ত্রই এই টুর্নামেন্ট বন্ধ করতে পারেনি। বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে এই ফুটবল টুর্নামেন্ট। এর পরেও আওয়ামী লীগের দোসর বিএনপি নামধারীরা এটা বানচাল করতে উঠে পরে লেগেছিলো। এ থেকে বোঝা যায় তারা কেমন বিএনপি’র লোক। প্রধান অতিথি বলেন, খেলাধুলার মধ্যে দিয়ে বিশ্বে দ্রুত সময়ে পরিচিতি লাভ করা যায়। শুধু তাই নয় শরীর গঠনে খেলার কোন বিকল্প নাই। এছাড়াও যুব সমাজকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজী ও দেশদ্রোহী কাজ থেকে বিরত রাখতে খেলাধুলার কোন বিকল্প নাই বলে জানান তিনি।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে গোদাগাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুস সালাম শাওয়াল, সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওহাব, সাধারণ সম্পাদক আনোয়ারুল সরকার, জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব অধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব, গোদাগাড়ী উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক টিটো সরকারসহ বিএনপি’র অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।