আজ ২৫ নভেম্বর রাজশাহীর বাবলা বন গণহত্যা দিবস

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সুজন হোসেনের প্রতিবেদনে

আজ ২৫ নভেম্বর রাজশাহীর বাবলা বন গণহত্যা দিবস। বিজয়ের ২২ দিন আগে ১৯৭১ সালের ২৫ নভেম্বর রাতে পাকিস্তানী হানাদাররা স্থানীয় দোসরদের সহযোগিতায় রাজশাহীর বুদ্ধিজীবী, ব্যবসায়ি, ইঞ্জিনিয়ার, রাজনীতিবিদসহ ১৭ জন বাঙালিকে তুলে নিয়ে শহররক্ষা বাঁধের ‘টি-গ্রোয়েন’ সংলগ্ন বাবলা বনে তাদের হত্যা করা হয়। তাদের স্মরণে স্মৃতি সৌধ নির্মান হলেও নিহত শহীদদের নাম স্মৃতি ফলকটিতে লিপিবদ্ধ এবং ইতিহাস না থাকায় নতুন প্রজন্মরা মুক্তিযোদ্ধার সঠিক ইতিহাস জানতে পারছে না।