জাতীয় টায়ফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে রাজশাহীর সিভিল সার্জন কার্যালয়ে সংবাদ সম্মেলন

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে…

দেশব্যাপী সম্প্রসারিত টিকাদান (ইপিআই) কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী জেলায় টাইফয়েড জ্বর প্রতিরোধে ‘জাতীয় টায়ফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ আগামী ১২ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে।
এ উপলক্ষে আজ বুধবার সকাল সাড়ে ১০টায় রাজশাহী সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা: এসআইএম রেজাউল করিম জানান, রাজশাহী সিভিল সার্জনের কার্যালয়ের ব্যবস্থাপনায় আগামী ১২ অক্টোবর হতে ৩০ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে এবং ১ নভেম্বর হতে ১৩ নভেম্বর পর্যন্ত কমিউনিটি পর্যায়ে এই ক্যাম্পেইন বাস্তবায়িত হবে। পুরো জেলায় ৫ লাখ ৬৪ হাজার ১২৩ শিশুকে টিকা প্রদানের লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে। কোন প্রকার গুজবে কান না দিয়ে, কোন তথ্য জানার থাকলে সিভিল সার্জন কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে।
সংবাদ সম্মেলনে, ডেপুটি সিভিল সার্জন মোসা. মাহবুবা খাতুন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. মো. আবদুল মতিন, সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।