জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষা নেয়ার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে মো: হাফিজুর রহমানের উপস্থাপনায়…

জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষাগুলো নেয়ার দাবিতে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। আজ শনিবার বেলা ১১টার দিকে মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মহানগরীর বিভিন্ন কলেজে অধ্যায়নরত জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ মানববন্ধনে অংশগ্রহণ করেন। এ সময় বিভিন্ন প্লেকার্ড হাতে নিয়ে শ্লোগান দেন শিক্ষার্থীরা। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আমাদের দাবি একটাই স্বাস্থবিধি মেনে আমাদের চলমান পরীক্ষাগুলো দিতে চাই। আমাদের আর তিনটা পরীক্ষা আছে এই সময় আমাদের পরীক্ষা বন্ধ হয়ে যাচ্ছে। সবকিছু যেমন খোলা আছে সুতরাং আমাদের পরীক্ষাগুলো নেওয়া হোক। আমরা আর এইভাবে বাবা মায়ের বোঝা হয়ে থাকতে চাইনা। মানববন্ধনে বক্তব্য রাখেন, রাজশাহী কলেজের ৪র্থ বর্ষের শিক্ষার্থী শফিকুল ইসলাম, আলামিন, বাজু হোসেন, জাকারিয়া, জাহিদ হাসান প্রমুখ। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাজশাহী কলেজে গিয়ে শেষ হয়।