জয়ের পর রাজশাহীতে বাঁধভাঙা উল্লাস আর উন্মাদনায় মেতে উঠেন আর্জেন্টিনার সমর্থকরা

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

টানটান উত্তেজনার রোমাঞ্চকর এক খেলায় সমর্থকদের হৃদয় কাঁপিয়ে অবশেষে লিওনেল মেসির হাতেই বিশ্বকাপ। সারাদেশসহ বিশ্বে আর্জেন্টাইন সমর্থকদের আনন্দে ভাসার ঢেউ রাজশাহীতেও লেগেছে।

রোববার রাতে কাতারে ফুটবল বিশ্বকাপের মহারণে চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছরের পর বিশ্ব চ্যাম্পিয়নের শিরোপা পেল আর্জেন্টিনা। রাজশাহীতে বাঁধভাঙা উল্লাস আর উন্মাদনায় মেতে উঠেন ফুটবলপ্রেমীরা। ‘মেসি’ ‘মেসি’ ‘আর্জেন্টিনা’ শ্লোগান আর ভুভুজেলা বাজিয়ে, নেচে-গেয়ে জয় উদযাপন করেন রাজশাহীর ভক্তরা। প্রিয় দলের পতাকা, জার্সি আর ভুভুজেলা নিয়ে সমর্থকরা রাজশাহীর একেকটি স্থানকে বানিয়ে ফেলেন মিনি স্টেডিয়ামে।

রাজশাহীতে আর্জেন্টাইনের সমর্থকরা জানান, অনেক অনেক বেশি উচ্ছ্বসিত। এবারের বিশ্বকাপটা মেসির হাতেই শোভা পেয়েছে। বিশ্বের অধিকাংশ ফুটপ্রেমীর এই প্রত্যাশা ছিল। মেসির ঝুলিতে কোপা আমেরিকা কাপ, ফাইনালিসিমাসহ বিভিন্ন ক্লাব ট্রফি এবং বর্ষসেরা ব্যালন ডি অর শোভা পেয়েছে। কিন্তু একটা অপূর্ণতা ছিল, অবশেষে সেটা ধরা দিয়েছে।