নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী
বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে…
“পরিকল্পিত বনায়ন করি/সবুজ বাংলাদেশ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে নওগাঁয় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে নওগাঁর বাইপাস সড়কের গোল চত্বরে নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদুন নবী বেলালের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মামুনুর রহমান রিপন। এসময় সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহমেদ রাজা, নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্যজোটের সভাপতি সাদেকুল ইসলামসহ পরিবেশ উন্নয়ন সংস্থার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ শেষে বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় গাছের কোনো বিকল্প নেই। আজকের এই উদ্যোগ শুধু বৃক্ষরোপণ নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার অঙ্গীকার। আমাদের প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগাতে হবে এবং সঠিক পরিচর্যা করতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হলে সরকার, রাজনৈতিক দল, সামাজিক সংগঠনসহ সকল পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। আজ সমাপনি হলেও ভবিষ্যতেও এই বৃক্ষরোপণ কার্যক্রম চলমান থাকবে।
উল্লেখ্য, এ মৌসুমে নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনে প্রায় ১০ হাজারের মতো বৃক্ষরোপণ করা হয়েছে। এছাড়াও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ১২ হাজার এবং নওগাঁয় ৭ দিনব্যাপী বৃক্ষমেলায় ২ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে।