পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী জামায়াত ইসলামী
বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে…
জুলাই সনদের ভিত্তিতে ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছেন মহানগর জামায়াতে ইসলামী।
আজ মঙ্গলবার বিকেলে জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরের উদ্যোগে মহানগরীর জিরোপয়েন্ট থেকে আলুপট্টি ও নিউমার্কেট রোড পর্যন্ত মানববন্ধন করেন তারা।
রাজশাহী মহানগর জামায়াতের আমীর ড. মাওলানা কেরামত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমীর এ্যাড. আবু মোহাম্মদ সেলিম , নায়েবে আমীর ও রাজশাহী সদর-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. মোহাম্মাদ জাহাঙ্গীর, সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, মো. শাহাদৎ হোসাইন, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, মহানগরী জামায়াতের শিল্প ও বাণিজ্য সেক্রেটারি অধ্যাপক এ কে এম সারওয়ার জাহান প্রিন্স প্রমূখ।
মানববন্ধনে বক্তাগণ বলেন, একদলীয় শাসনব্যবস্থা বিলুপ্ত করতে পিআর পদ্ধতিতে নির্বাচনের বিকল্প নেই। এতে মনোনয়ন বাণিজ্য, পেশীশক্তির ব্যবহার ও রাজনৈতিক দুর্বৃত্তায়ন কমবে। ভোটের অনুপাতে সংসদে আসন বরাদ্দ হলে ছোট দল, সংখ্যালঘু ও নতুন রাজনৈতিক দলও প্রতিনিধিত্বের সুযোগ পাবে, যা রাজনৈতিক বৈচিত্র্য ও গণতন্ত্রকে শক্তিশালী করবে।
মানববন্ধনটি সঞ্চালনা করেন মহানগরী জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিন আহমেদ।