পুরোনো ‘বন্ধু’ মিমির সঙ্গে দূরত্বও যেন অনেকটা কমে এসেছে শুভশ্রীর, এমনটাই মনে করছেন অনেকেই
বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে এস,এম, আব্দুল্লাহর প্রতিবেদনে…
পুরোনো ‘বন্ধু’ মিমির সঙ্গে দূরত্বও যেন অনেকটা কমে এসেছে শুভশ্রীর। এমনটাই মনে করছেন অনেকেই। তবে ঠিক কী কারণে বা কোন কাজের সূত্রে মিমি এবং শুভশ্রী একসঙ্গে হয়েছেন, তা এখনও প্রকাশ্যে আসেনি। বিষয়টি এখনো ‘রহস্য’ রেখেই দেওয়া হয়েছে। এর আগে মহালয়ার বিশেষ শুটিংয়েও তাঁদের দেখা গিয়েছিল একই অনুষ্ঠানে, তবে তখন আলাদা আলাদাভাবে ক্যামেরাবন্দি হয়েছিলেন দু’জনেই।
ঘনিষ্ঠ সূত্রের খবর, সম্পর্কের বরফ আসলে গলতে শুরু করেছিল আরও আগে থেকেই। এক পুরস্কার প্রদানী আসরে শুভশ্রী মঞ্চে পারফর্ম করছিলেন। সেই সময় দর্শকাসনে উপস্থিত ছিলেন মিমি চক্রবর্তী। হঠাৎই শুভশ্রী মঞ্চে নেচে ওঠেন মিমির জনপ্রিয় একটি গানের সঙ্গে। আর তখনই মঞ্চ থেকে নেমে এসে মিমির সঙ্গে তাল মিলিয়ে নাচ শুরু করেন শুভশ্রী।
মিমিও যোগ দেন সেই আনন্দমুহূর্তে। সেদিন তাঁদের একসঙ্গে দেখে ভক্তরা ভীষণ খুশি হয়েছিলেন। যদিও তখনও অনেকের মনে প্রশ্ন ছিল, আসলেই কি তাঁদের মধ্যে সম্পর্ক আগের মতো স্বাভাবিক হয়েছে? তবে নতুন প্রকাশিত ভিডিও সেই সংশয়ের অনেকটাই অবসান ঘটিয়েছে।