প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ম্যাসেজ হচ্ছে ঐক্য আর ঐক্যের প্রতীক হচ্ছে ধানের শীষ: বিএনপি’র প্রার্থী মিলন

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে

প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ম্যাসেজ হচ্ছে ঐক্য আর ঐক্যের প্রতীক হচ্ছে ধানের শীষ, আর যারা বিএনপি’র মনোনয়ন পেয়েছেন তাদের কর্মী সমর্থকদের অতি উৎসাহিত না হওয়ার জন্য দল থেকে বলা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র মনোনীত রাজশাহী-৩ আসনের প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলন।

তিনি আজ মঙ্গলবার বিকেলে রাজশাহীর ৯ নং পারিলা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে নির্বাচনী প্রচার-প্রচারণা ও আলোচনা সভায় এসব কথা বলেন।   তিনি আরও বলেন, বেগম জিয়া তিনটি আসনে নির্বাচন করবেন। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া থেকে নির্বাচন করবেন।

তিনি বলেন, বিএনপি একটি  বৃহতম দল। এই দলে একাধিক ব্যক্তি মনোনয়ন পাওয়ার জন্য আশা করেছিলেন। কিন্তু দলতো একজনকেই মনোনয়ন দেবে এবং দিয়েছেও তাই। এজন্য যারা মনোনয়ন পাননি তাদের বিরুদ্ধে বা তার সঙ্গে যারা ছিলেন তাদেরকে কোন প্রকার কটূক্তি করা যাবে না।  কারণ তারা সবাই ধানের শীষের কান্ডারী ও প্রচারক। পারিলা ইউনিয়ন বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক বজলুর রশিদ বাবলুর সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক ও যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদসহ বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে তিনি পবা উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী প্রচার-প্রচারণা ও গণসংযোগ করেন।