বিয়ের প্র*লোভনে যুবতীকে একাধিকবার ধ*র্ষণ মামলার মূলহোতাকে গ্রেফতার করেছে র‌্যাব

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে…

বিয়ের প্র*লোভনে যুবতীকে একাধিকবার ধ*র্ষণ মামলার মূলহোতা আসামি মাসুম মন্ডলকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।
আজ বুধবার দুপরে র‌্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল মহানগরীর এয়ারপোর্ট থানাধীন শাহ মখদুম বিমানবন্দর এলাকায় মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ধ*র্ষণ মামলার মূলহোতা আসামি মাসুম মন্ডলকে গ্রেফতার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম একজন সহজ-সরল ও নিরীহ নারী। ঢাকায় কর্মরত অবস্থায় তার সঙ্গে লিবিয়া প্রবাসী মাসুম মন্ডলের মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় দেড় বছর পর মাসুম দেশে ফিরে ১১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভিকটিমের গ্রামের বাড়িতে গিয়ে বিয়ের প্রলোভন ও প্রুতিশ্রুতি দিয়ে একাধিকবার ধ*র্ষণ করে।
পরবর্তীতে আসামি জাল দলিল তৈরি করে মিথ্যা বিবাহ অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে ভিকটিমকে স্ত্রীর মর্যাদা দেয় এবং গাজীপুরে ভাড়া বাসায় স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস শুরু করে। এ অবস্থায় ভিকটিম গর্ভবতী হলে আসামি বিষয়টি জানতে পেরে পালিয়ে যায়। পরে ভিকটিম শিবগঞ্জে মাসুমের বাড়িতে গিয়ে স্বীকৃতি চাইলে সে তাকে মারধর ও প্রাণনাশের হুমকি দিয়ে তাড়িয়ে দেয়।
এ ঘটনায় ভিকটিম বগুড়ার শিবগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে চলতি বছরের ১লা সেপ্টেম্বর মামলা দায়ের করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি এঘটনার সত্যতা স্বীকার করেছেন। গ্রেফতারকৃত আসামিকে আইনগত প্রক্রিয়ার শেষে মহানগরীর এয়ারপোর্ট থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।