বেতন বৃদ্ধিসহ কয়েকটি দাবিতে রাজশাহী সিটি কর্পোরেশনেরদৈনিক মজুরি ভিত্তিক শ্রমিকদের বিক্ষোভ
বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে…
রাজশাহী সিটি কর্পোরেশনের দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিকরা বেতন বৃদ্ধিসহ নানা দাবিতে বিক্ষোভ করেছেন।
আজ বুধবার বেলা ১১টার দিকে নগর ভবনের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এসময় শ্রমিকরা কর্মবিরতি পালন করে নগর ভবনের সামনে অবস্থান নেন।
বিক্ষোভ চলাকালে তারা সিটি কর্পোরেশনের বিভিন্ন ফটকে তালা ঝুলিয়ে দেন এবং বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেন। শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে মজুরি বৃদ্ধির দাবি জানানো হলেও কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিচ্ছে না, বরং বিষয়টি নানা অজুহাতে এড়িয়ে যাচ্ছেন।
শ্রমিকদের দাবিগুলোর মধ্যে রয়েছে- সকল শ্রমিক-কর্মচারীর সর্বনিম্ন মাসিক বেতন ২২,৫০০ টাকা কার্যকর করতে হবে, রাষ্ট্র ঘোষিত দৈনিক ৭৫০ টাকা মজুরি প্রদান, প্রতিবছর নির্ধারিত উৎসব ভাতা প্রদান, বেতন প্রতি মাসের ৩ তারিখের মধ্যে পরিশোধ,
চাকরিচ্যুতির হুমকি দেওয়া যাবে না, অবসর গ্রহণের সময় বিদায় সম্মান প্রদান করতে হবে।
শ্রমিকরা বলেন, বর্তমানে দৈনিক মজুরি ৪৮৪ টাকা যা দিয়ে সংসার চালানো সম্ভব নয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শ্রমিকরা দৈনিক ৭৫০ টাকা পান, অথচ সিটি কর্পোরেশনের শ্রমিকরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছেন। শ্রমিকরা দ্রুত তাদের দৈনিক মজুরি ৭৫০ টাকায় উন্নীত করার দাবি জানান। আমাদের যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।
বিক্ষোভে সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ডের অন্তত আড়াই হাজার শ্রমিক অংশ নেন।
