মসজিদের উদ্বোধন করলেন রাসিক মেয়র

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সুজন হোসেনের প্রতিবেদনে

রাজশাহী সিটি কর্পোরেশনের পুনঃনির্মিত ও আধুনিকায়নে সোনাদীঘি জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (২৯ নভেম্বর) বাদ যোহর আনুষ্ঠানিকভাবে ফলক উন্মোচন করে মসজিদের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। উল্লেখ্য, পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) এর আওতায় রাজশাহী সিটি কর্পোরেশনের পুরাতন নগর ভবন ভেঙ্গে সেখানে ১৬তলা বিশিষ্ট বাণিজ্যিক ভবন সিটি সেন্টার নির্মাণ করা হচ্ছে। সেই প্রকল্পের অংশ হিসেবে ঐতিহ্যবাহী সোনাদিঘী দক্ষিণ অংশে পুরাতন মসজিদ ভবনের স্থানে ৩য় তলা বিশিষ্ট সুদৃশ্য নতুন মসজিদ নির্মাণ করা হয়েছে। মসজিদে একসাথে চার শতাধিক মুসল্লী একসাথে নামাজ আদায় করতে পারবেন। অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও মসজিদের মুসল্লীগণ এ সময় উপস্থিত ছিলেন।