রাকসু নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট আজ থেকে শুরু

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে পলি রানী প্রতিবেদনে…

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন ২০২৫-এর ইচ্ছুক প্রার্থীদের ডোপ টেস্ট আজ থেকে শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে এ টেস্ট করা হচ্ছে। টেস্টের রিপোর্ট সংগ্রহ করে মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত করে জমা দেওয়ার নির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশনার। গতকাল বুধবার (২৭ আগস্ট) বিকেলে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। রাকসু নির্বাচনে হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধিদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। রাকসুর হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধিদের ডোপ টেস্টের যাবতীয় খরচ বহন করবে নির্বাচন কমিশন।

বিজ্ঞপ্তি বলা হয়েছে, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে আগামী ২৮ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত (শুক্রবার ব্যতীত) প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত নিম্নবর্ণিত তালিকা অনুযায়ী স্ব-স্ব পদের বিপরীতে টাকা জমাদানের ব্যাংক স্লিপ (স্লিপের পেছনে প্রার্থীর নাম, শিক্ষার্থী আইডি ও মোবাইল নম্বর লিখে দিতে হবে) প্রদর্শন করে ডোপ টেস্টের নমুনা প্রদান করার জন্য জানানো যাচ্ছে।