রাকসু নির্বাচনে ভোট দান ও পর্যবেক্ষণ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে

রাকসু, হল সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচন ২০২৫ উপলক্ষে এক বিশেষ প্রশিক্ষিণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাফাসান আলম জানান, আজ রোববার সকাল ১০টায় রাকসু নির্বাচন কমিশনের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ভোটদান ও পর্যবেক্ষণ বিষয়ে এ কর্মশালার অনুষ্ঠিত হয়।

রাকসু’র প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. এফ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান । প্রশিক্ষণে অন্যদের মধ্যে রাকসু নির্বাচন কমিশনারবৃন্দ, প্রধান রিটার্নিং অফিসার ও রিটার্নিং অফিসারবৃন্দ, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন। এতে অংশ নেন নির্বাচনে অংশগ্রহণকারী পোলিং অফিসার, পোলিং এজেন্ট এবং প্রার্থীরা। প্রধান নির্বাচন কমিশনার জানান, ৪৩টি পদে ভোট দেওয়ার জন্য ভোটারগণ তার পছন্দের প্রার্থী তালিকা কিংবা ব্যালট নম্বর কাগজে-চিরকুটে লিখে নিয়ে আসতে পারবেন। একজন ভোটার ভোট দিতে সময় পাবেন মোট ১০ মিনিট।

‎এছাড়া রাকসু নির্বাচন উপলক্ষে আগামী ১৫ ও ১৬ অক্টোবর দুইদিন ক্লাস ও পরীক্ষাসমুহ বন্ধ থাকবে এবং ১৬ অক্টোবর অফিস ছুটি থাকবে। রাজাশাহী বিশ্ববিদ্যালয়ট উপ উপাচার্য ফরিদ উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে, ছুটির পরে ৮ম দিনের মতো রোববার রাকসুতে প্রচার প্রচারণা এখন তুঙ্গে। সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীরা শেষ সময়ে ছুটছেন ভোটারদের কাছে। নানা পন্থায় দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি।