রাকসু নির্বাচন: আজ রাতেই শেষ হচ্ছে প্রচার প্রচারণা
বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে…
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা আজ রাতেই শেষ হচ্ছে।
আজ মঙ্গলবার সকাল থেকেই শেষ দিনের প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এক মুহূর্ত সময় নষ্ট না করে প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবন, আবাসিক হল, টুকিটাকি চত্বর, পরিবহন মার্কেট, চায়ের দোকান, একাডেমিক ভবন সংলগ্ন সড়কগুলোতে প্রচারপত্র বিতরণ করছেন। শেষ মুহূর্তে ভোটারদের হাতে পৌঁছে দিচ্ছেন পরিচয়, ব্যালট নম্বর ও নির্বাচনি অঙ্গীকার সম্পর্কিত প্রচারপত্র। একবার আস্থা রাখার জন্য ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। প্রার্থীদের ব্যালট নম্বরটি ভোটারদের মনে রাখার জন্য ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় গান-বাজনা করছেন প্রার্থীরা।
এবার কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু ও সিনেট প্রতিনিধিতে ৩ ‘শ ০৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে রাকসুতে ২’শ ৪৭ জন ও সিনেট প্রতিনিধিতে ৫৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও হল সংসদ ১৭ টি হলে
৬’শত জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাকসুতে ভিপি পদে ১৮ জন, জিএস পদে ১৩ জন ও এজিএস পদে ১৬ জন প্রার্থী হয়েছেন। এদের মধ্যে ভিপি পদে ১ জন, জিএস পদে ৪ জন এবং এজিএস পদে ২ জন নারী প্রার্থী রয়েছেন। ছাত্রদল আর ছাত্র শিবিরসহ মোট ১২টি প্যানেল নির্বাচনে অংশ নিচ্ছেন।
উল্লেখ্য, আগামী ১৬ই অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাকসু নির্বাচন। মোট ভোটার ২৮ হাজার ৯’শ ১জন। ৮ টি একাডেমিক ভবনের ১৭ টি কেন্দ্রে ৯৯০ টি বুথ থাকবে। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।