রাজশাহীতে কঠোর লকডাউন: গত ২৪ ঘন্টায় বিধিনিষেধ অমান্যে ৬৬টি মামলা

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সেলিম উদ্দীনের প্রতিবেদনে…

সারাদেশের মতো রাজশাহীতে তৃতীয় দিনের মতো কঠোর লকডাউন চলছে ।

আজ শনিবার সকাল থেকে মহানগরীর রাস্তাঘাট ফাঁকা রয়েছে। মহানগরীতে রাস্তায় জরুরি সেবার গাড়ি ছাড়া অন্যকোন যানবাহন চলাচল করতে দেখা যাচ্ছে না। শপিংমলসহ সব ধরনের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। মহানগরীতে ওষুধ ও নিত্যপণ্যের প্রয়োজনীয় কাঁচামালের দোকান খোলা রয়েছে। মহানগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

এছাড়া কঠোর লকডাউন বাস্তবায়নে মহানগরী ও উপজেলা গুলোতে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব ও পুলিশ সার্বক্ষণিক মাঠে টহল দিচ্ছে। মহানগরীতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত কাজ করছে।

এদিকে, জেলা ও মহানগরীতে লকডাউনের বিধিনিষেধ অমান্য করা ও স্বাস্থ্যবিধি না মানায় গতকাল শুক্রবার ৬৬ জনকে ৬৬টি মামলা দিয়ে ৬৭ হাজার ৭৫০ টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ, নির্মুল আইন-২০১৮ এর (দন্ডবিধি ১৮৬০) ধারা লঙ্ঘন করায় এ জেল-জরিমানা করা হয়েছে।

এ সময় করোনাভাইরাস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষে ১১৫০ টি মাস্ক বিতরণ করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে।