রাজশাহীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেনের উদ্বোধন

শেয়ার করুন

 বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে সাইদুর রহমানের প্রতিবেদনে

টাইফয়েড টিকাদান ক্যাম্পেন-২০২৫ এর রাজশাহীতে উদ্বোধন করা হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টায় রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজে এ টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহীর বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শেখ মোমেনা মনি। এ সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু সুফিয়ান, রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোয়াজ্জেম হোসেনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বক্তাগন বলেন,  টাইফয়েড টিকাদান কর্মসূচি দেশের ইতিহাসে প্রথম। সরকারের স্বাস্থ্যসেবা বিভাগের আওতায় এই কার্যক্রম বাস্তবায়ন করছে রাজশাহী সিভিল সার্জন কার্যালয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদনপ্রাপ্ত এই ইনজেকটেবল টাইফয়েড টিকাটি সম্পূর্ণ নিরাপদ। ইতোমধ্যে নেপাল, পাকিস্তানসহ আটটি দেশে সফলভাবে ব্যবহৃত হয়েছে এবং কোথাও বড় ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। সেরাম ইনস্টিটিউট উৎপাদিত এই টিকা বাংলাদেশ পেয়েছে আন্তর্জাতিক ভ্যাকসিন সহায়তা সংস্থা ‘গ্যাভি’র সহযোগিতায়।
উল্লেখ্য, রাজশাহী জেলায় প্রায় সাড়ে পাঁচ লাখ শিশু-কিশোরকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জন্মসনদ নেই এমন শিশুরাও টিকার আওতায় আসবে। এই ক্যাম্পেইন চলবে আগামী ১৩ নভেম্বর-২০২৫ পর্যন্ত।