রাজশাহীতে ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে এস,এম, আব্দুল্লাহ্ প্রতিবেদনে…

বিভাগীয় মহানগরী রাজশাহীতে ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত হচ্ছে। দিনটি উপলক্ষে সকালে বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহানগরীতে জশনে জুলুস বের করা হয়। র‌্যালিটি মহানগরীর শিরোইল কলোনীর গাউছিয়া কমিটির আয়োজনে প্রথমে বের করা হয়। পরে আঞ্জুমানে আশরাফীয়া চেরিটেবল ট্রাস্টের আয়োজনে জশনে জুলুসের মিছিলটি বের করা হয়।

র‌্যালিটি মহানগরীর নিউমার্কেট, সাহেব বাজারসহ গুরুত্বপূর্ণ সড়ক ও সড়কমোড় সমূহ প্রদক্ষিণ করে হযরত শাহমখদুম (রহ:) মাজারে গিয়ে ফাতেহা পাঠ ও দোয়ার মধ্য দিয়ে দরগার গিলাপ পরিবর্তন করেন। পরে দরগার অনুষ্ঠানিকতা শেষে আবারো মিছিল করে মহানগরীর শিরোইল কলোনীতে ফিরে যায়। সেখানে দেশ জাতি ও মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।

এছাড়াও মহানগরীর বিভিন্ন মসজিদে মসজিদে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এদিকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে ৪৩ বছরেরও বেশি সময় ধরে এই মিছিল করে আসছে মহানগরীর কলোনী এলাকার মুসল্লীরা।