রাজশাহীতে নারী হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩

শেয়ার করুন

বিস্তারিত দেখুন নিচের ভিডিও লিংকে আকতারী আলমের প্রতিবেদনে…

রাজশাহীর পবা উপজেলার বাগসারা এলাকায় এক নারীর বিবস্ত্র লাশ উদ্ধারের ঘটনায় ৭২ ঘণ্টার মধ্যেই হত্যার রহস্য উদঘাটন করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গ্রেফতারকৃতরা হলেন বাগসারা গ্রামের আব্দুল বারেকের ছেলে মো. তারা মিয়া, মহানন্দাখালী এলাকার ইছুল মন্ডলের ছেলে ফারুক হোসেন এবং একই এলাকার এন্তাজ আলীর ছেলে হেলাল উদ্দিন।

রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নিহত নারীর নাম বিউটি বেগম। ধানখেত থেকে লাশ উদ্ধারের পর পবা থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে হত্যার রহস্য উদঘাটন হয়। তদন্ত কর্মকর্তা এসআই শারিফুর রায়হান তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সোয়া ১২টার দিকে মহানগরীর সোনাদিঘী মোড় এলাকা থেকে তারা মিয়াকে গ্রেফতার করা হয়। এরপর ধারাবাহিক অভিযানে মহানন্দাখালী এলাকা থেকে ফারুক হোসেন ও পিল্লাপাড়া এলাকা থেকে হেলাল উদ্দিনকে আটক করা হয়। সোমবার আসামিদের আদালতে হাজির করা হলে তারা মিয়া ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

এ ঘটনায় নিহতের ছেলে মো. মিলন প্রাংমানিক পবা থানায় হত্যা মামলা দায়ের করেন। চাঞ্চল্যকর এই হত্যাকান্ডে এলাকাজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং আরও জড়িত কেউ থাকলে তাঁদেরও আইনের আওতায় আনা হবে।